EDGE MBSTU CSE Digital Skill Training Class Routine

2024-03-05

মাভাবিপ্রবি সি এস ই  বিভাগ কর্তৃক পরিচালিত ডিজিটাল স্কিলস ট্রেইনিং প্রোগ্রামের ক্লাস আগামী ৯/৩/২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকা থেকে শুরু হতে যাচ্ছে। প্রথমবার ২৪ টি ব্যাচ নিয়ে ক্লাস শুরু হবে। এরপর ধাপে ধাপে আবেদনকৃত সবাইকে নিয়ে ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিমধ্যে যারা আবেদন করেছেন  সবাই ডিজিটাল স্কিলস ট্রেইনিং প্রোগ্রামে ক্লাস করার সুযোগ পাবেন। আপনাদের ক্লাসের সময়সীমা পরবর্তীতে ফোন কল এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা প্রথম ২৪ টি ব্যাচে ক্লাস করার জন্য নির্বাচিত হয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (HSC সার্টিফিকেট এর ফটোকপি, NID/Birth সার্টিফিকেট এর ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ এর ছবি) আগামী ৯/৩/২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকায় সি এস ই বিভাগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। বিস্তারিত www.cse.mbstu.ac.bd